আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি সকল কিছু সুন্দর ও সুশৃঙ্খলভাবে সৃষ্টি করেছেন।
সকল সৃষ্টিকুলের মধ্যে মানব জাতিকে আশরাফুল মাখলূকাত হিসাবে সৃষ্টি করেছেন। আর মানব জাতিকে আল্লাহ তায়ালা একমাত্র তাঁরই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতির হেদায়াতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ট নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর পর আর কোন নবী ও রাসুল এ পৃথিবীতে আসবেন না।
ফলে দ্বীন প্রচারের ধারক এবং বাহক তাঁরই উম্মতের মধ্যে উলামায়ে কেরাম। দ্বীন প্রচারের এই ধারাবাহিকতা রক্ষা ও প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌছানোর জন্য ১৯৪০ সনে ওলীকুল শিরোমনি পীরে কামিল হযরত মাওলানা আব্দুর রহিম চরিপাড়ী (রহ.) এলাকাবাসীর সহযোগীতায় রহিমিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অত্র মাদ্রাসা সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের অন্তর্গত পূর্ণাখলা মৌজায় অবস্থিত। অত্র মাদ্রাসায় নার্সারী থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত এবং দাখিল ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণী পর্যন্ত বিদ্যমান রয়েছে। প্রাচীনতম এই মাদ্রাসায় অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। আমি বিগত ০১/০৬/২০২২ ইং তারিখ হতে অদ্যাবধি নিয়োগপ্রাপ্ত হয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। মাদ্রাসার সার্বিক বিষয় পরিচালনায় সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করছি। আমি যেন মাদ্রাসার সার্বিক দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করতে পারি, এজন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গভর্ণিং বডির সদস্যবৃন্দ,দাতাবৃন্দ এবং শুভাকাংখীবৃন্দ সহ সংশ্লিষ্ট যারা খেদমত করছেন তাদের সুখি, সমৃদ্ধ ও র্দীঘায়ু জীবন কামনা করছি। পরিশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামিল হযরত মাওলানা আব্দুর রহিম চরিপাড়ী (রহ.) সহ অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ সহ যারা খেদমত করে মৃত্যুবরণ করে পরকাল বাসী হয়েছেন তাদেরকে যেন মহান আল্লাহ তায়াল জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।