রহিমিয়া আলিম মাদ্রাসা
কানাইঘাট, সিলেট।
EIIN: ১৩০৩৮২
MPO Index: ১৫০৯০৫২২০১
প্রতিষ্টাকাল: ১৯৪০ খ্রীঃ
প্রতিষ্টাতা সভাপতি:
প্রতিষ্টাকালীন অধ্যক্ষ:
প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট: শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি ততবেশী উন্নত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চুড়ান্ত শিখরে পৌছতে পারে না। এসব বাণী চিরন্তন সত্য। সিলেট জেলার কানাইঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী ৪ নং সাতবাক ইউনিয়ন অত্যন্ত পরিচিত এক জনপদ এলাকার নাম। কানাইঘাটের পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকায় প্রায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) জনগণের বসবাস। এসব প্রত্যন্ত এলাকায় পাহাড়ী জনগোষ্ঠীর অবস্থান রয়েছে। একসময় অত্র এলাকায় শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। তবে কিছু সংখ্যক মহান ব্যক্তির আর্ভিভাবে অত্র এলাকা শিক্ষার আলোয় আলোকিত হয়। তাদের মধ্যে হযরত মাওঃ হোসাইন আহমদ মাদানী রহ. এর শিষ্য পীরে কামিল হযরত মাওঃ আব্দুর রহিম চরিপাড়ী রহ. ছিলেন অন্যতম। তিনি দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের পর নিজ এলাকায় শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্টীকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্যোগ গ্রহন করেন। তাঁর অক্লান্ত প্রচেষ্ঠায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় বৃটিশ আমলে বিগত ০৭/০১/১৯৪০ইং সনে রহিমিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে তাঁরই নামানুসারে মাদ্রাসার নাম রহিমিয়া আলিম মাদ্রাসা নামকরণ করা হয়। পরবর্তীতে ঐ নামটি সরকারের যথাযথ মহলে স্বকৃতি পায়। অত্র মাদ্রাসা বিগত ২৪/০৪/১৯৫২ইং তারিখের স্মারক নং ২২৫৬/৫৮ (৩) এর আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিম পর্যায়ে স্বীকৃতি প্রাপ্ত হয়। অত্র মাদ্রাসা বোর্ডের কোড নং ১৮৭৭১, ইন নং ১৩০৩৮২ এমপিও কোড নং ১৫০৯০৫২২০১। মাদ্রাসাটি কানাইঘাটের পূর্বাঞ্চলে ৪ নং সাতবাক ইউনিয়নের পূর্ণাখলা মৌজায় অবস্থিত। প্রাথমিক পর্যায়ে মাদ্রাসার ক্যাম্পাস ছোট হলেও এলাকার সম্মানিত দাঁতা ব্যক্তিদের নিঃস্বার্থ দানে মাদ্রাসার ক্যাম্পাস আরো সম্প্রসারিত হয়। মাদ্রাসার ক্যাম্পাস সহ সর্বমোট জায়গার জমির পরিমান ২.৭১ শতক। বিগত ০১/০১/১৯৮৪ ইং তারিখে মাদ্রাসাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাদ্রাসাটি আলিম পর্যায়ে এমপিওভুক্ত হয়। অত্র মাদ্রাসায় ইবতেদায়ী স্তরে নার্সারী থেকে স্ট্যান্ডার্ড ফাইভ এবং দাখিল ৬ষ্ঠ শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত বিদ্যমান রয়েছে। অত্র মাদ্রাসায় অধ্যয়ন করে অনেক শিক্ষার্থী দেশে-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বর্তমানে অত্র মাদ্রাসায় পাঁচ শতাধিক ছাত্র/ছাত্রী বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করছে। প্রাচীন এ মাদ্রাসাটি পাবলিক পরীক্ষায়ও ভাল ফলাফল অর্জন করে। অত্র মাদ্রাসায় একটি তিন তলা বিশিষ্ট পাকা ভবন, একটি আধা পাকা ভবন ও একটি মসজিদ রয়েছে। তাছাড়া একটি চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদ্রাসার অভ্যন্তরে অত্র এলাকার প্রচীন রহিমিয়া মাদ্রাসা নামে পোস্ট অফিস-৩১৮০ বিদ্যমান রয়েছে। বর্তমানে অত্র মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ মোট ১৩ (তের) জন শিক্ষক, ০৩ (তিন) জন অফিস সহকারী এবং ০৪ (চার) জন কর্মচারী এমপিওভুক্ত রয়েছে। তাছাড়া ইবতেদায়ী স্তরে শিক্ষার মানোন্নয়নের জন্য ইবতেদায়ী স্তরকে ২০২২ সন থেকে আধুনিক ইসলামিক কিন্ডার গার্টেনে রূপান্তর করা হয় এবং রহিমিয়া ইসলামিক কিন্ডার গার্টেন নামে নামকরণ করা হয়। উক্ত কিন্ডার গার্টেনে ০৫ (পাঁচ) জন শিক্ষক খন্ডকালীন হিসাবে কর্মরত আছেন। মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ সালেহ উদ্দিন, উপাধ্যক্ষের দায়িত্বে আছেন জনাব মোঃ কামাল উদ্দিন এবং গভর্ণিং বডির দায়িত্বে আছেন ৪নং সাতবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম সদস্য জনাব মস্তাক আহমদ পলাশ। পরিশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা যে, এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ যারা খেদমত করে পরকালবাসী হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
মাদ্রাসার উত্তোরোত্তর সফলতা কামনা করা হলো।
রহিমিয়া আলিম মাদ্রাসা
MÖvgt c~Yv©Ljv WvKt iwnwgqv gv&`ivmv-3180, Dc‡Rjvt KvbvBNvU, †Rjvt wm‡jU|
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
†gvevBj bs 01309-130382
ই-মেইল: rahimiamad1940@gmail.com
ওয়েব: www.rahimia.edu.bd